সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ: হাইকোর্ট
প্রকাশ : ১১ আগস্ট ২০১৬, ১৭:৫২
জাগরণীয়া ডেস্ক
বিচারপতিদের অপসারণ ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছ থেকে সংসদে প্রদান করে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে তা বাতিল করে দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ অগাস্ট) বিকেলে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ১৬৫ পৃষ্ঠার এ রায় প্রকাশ করা হয়। এর আগে রায়কে ঐতিহাসিক বলে আখ্যা দিয়েছিলেন আইনজীবীরা।
গত ৫ মে (বৃহস্পতিবার) রায়ে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি কাজী রেজাউল হক সংশোধনীকে অবৈধ ও বাতিল ঘোষণা করেন। আর অপর বিচারপতি আশরাফুল কামাল ভিন্নমত পোষণ করেন। তবে সংখ্যাগরিষ্ঠ বিচারকের রায় হওয়ায় আইনটি বাতিল হয়ে যায়।
রায়ে আদালত বলেছেন, এই আইন হলে কোর্ট যদি নিরপেক্ষ বিচার করে এরপরও জনগণের মধ্যে একটা সংশয় তৈরি হবে যে, এটা বোধহয় সঠিকভাবে করা যায়নি।