জায়ানকে শেষ দেখা দেখতে গেলেন প্রধানমন্ত্রী
প্রকাশ : ২৫ এপ্রিল ২০১৯, ১৪:৪০
শ্রীলঙ্কায় ইস্টার সানডের সকালে তিনটি হোটেল ও তিনটি গির্জায় ছয়টি এবং বিকেলে আরেকটি হোটেলসহ দু’টি স্থানে ভয়াবহ বোমা হামলার ঘটনায় নিহত জায়ান চৌধুরীকে (৮) শেষবারের মতো দেখতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২৪ এপ্রিল (বুধবার) বেলা আড়াইটার পর নিজের ফুপাতো ভাই এবং জায়ানের নানা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের বাসায় যান প্রধানমন্ত্রী। শেখ সেলিমের বনানীর বাসায় শেখ সেলিমসহ জায়ানের শোকসন্তপ্ত আত্মীয় স্বজনদের সমবেদনা জানান প্রধানমন্ত্রী।
এর আগে বুধবার দুপুর ১২টা ৫৪ মিনিটে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে জায়ানের মরদেহ দেশে নিয়ে আসা হয়। বিমানবন্দরে আগে থেকে অপেক্ষায় থাকা জায়ানের নানা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম জায়ানের মরদেহ গ্রহণ করেন।
প্রিয়জনদের ভালোবাসা ও স্নেহসিক্ত হবার পর বুধবার বাদ আসর নামাজে জানাজা শেষে বনানী কবরস্থানে জায়ানকে সমাহিত করা হয়।
উল্লেখ্য, বাবা মশিউল হক চৌধুরী প্রিন্স ও মা শেখ সোনিয়ার সঙ্গে আরেক ভাইসহ বেড়াতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় নিহত হন ছোট্ট জায়ান। একই ঘটনায় এখন পর্যন্ত ৩৫৯ জন নিহত হয়েছে। ওই হামলায় আহত জায়ানের পিতা মশিউল হক চৌধুরী এখনো কলম্বোয় চিকিৎসাধীন।