নিজের বিয়ে ঠেকালো স্কুলছাত্রী, বিনা খরচে চলবে পড়াশুনা
প্রকাশ : ২২ এপ্রিল ২০১৯, ১৬:৪৮
জাগরণীয়া ডেস্ক
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নিজের বিয়ে বন্ধ করার মতো সাহসী পদক্ষেপ নেয়ায় ষষ্ঠ শ্রেনীর এক স্কুলছাত্রীকে স্কুলে বিনামূল্যে পড়াশুনার সুযোগ করে দেয়া হয়েছে।
জানতে চাইলে ইউএনও মাসুদুর রহমান বলেন, গত ২০ এপ্রিল (শনিবার) শিশুটির বিয়ে ঠিক হলে সে বিষয়টি তার সহপাঠীদের জানায়। পরে সহপাঠীরা মিলে বিষয়টি স্কুলের প্রধান শিক্ষককে অবহিত করে। প্রধান শিক্ষক বিষয়টি জানতে পেরে আমাকে জানালে তাৎক্ষণিকভাবে বিয়েটি বন্ধ করে দেয়া হয়।
শিশুটির সাহসী এই পদক্ষেপের জন্য স্কুল কর্তৃপক্ষকে বিনা খরচে শিশুটির পড়াশুনার ব্যবস্থা করে দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। পড়ালেখা যাতে সে ঠিকমতো চালিয়ে যেতে পারে সে জন্য প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।
বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পাওয়া মেয়েটি জানিয়েছে, সে দ্বিগুন মনোবল নিয়ে পড়াশুনা চালিয়ে যাবে।