‘ফায়ার হিরো’ সোহেলের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রকাশ : ০৮ এপ্রিল ২০১৯, ১৫:৩৬
ঢাকায় বনানীর এফ আর টাওয়ারে আগুন লাগার ঘটনায় উদ্ধার কাজ চালাতে গিয়ে ফায়ার সার্ভিস কর্মী সোহেল রানার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য জানিয়েছে।
৮ এপ্রিল (সোমবার) শোকবার্তায় শেখ হাসিনা বলেন, অন্যের জীবন রক্ষার্থে, নিজের জীবন উৎসর্গ করার ক্ষেত্রে সোহেল রানা এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
উল্লেখ্য, গত ২৮ মার্চ বনানীর ফারুক রূপায়ণ (এফ আর) টাওয়ারে বেলা একটার দিকে আগুন লাগে। অগ্নিকাণ্ডে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারের সময়ে ল্যাডারের সিঁড়িতে আটকে সোহেলের পা ভেঙে যায়। এ সময় তিনি পেটেও গুরুতর আঘাত পান।
তাৎক্ষণিকভাবে তাকে প্রথমে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে এবং পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে উন্নত চিকিৎসার জন্য গত ৫ এপ্রিল সোহেল রানাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। ৮ এপ্রিল (সোমবার) বাংলাদেশ সময় ভোরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোহেলের মৃত্যু হয়।