বিদেশ যাওয়ার সময় বিমানবন্দরে আটক ০৪ রোহিঙ্গা
প্রকাশ : ৩১ মার্চ ২০১৯, ১৭:৫৪
বাংলাদেশি পাসপোর্টসহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিন রোহিঙ্গা নারীসহ চারজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। এপিবিএন'র অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) মো. আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
আটকরা হলেন- আনোয়ার (৩০), রোকেয়া (১৯), মরিজান (২৩) ও আমেনা বেগম (২৬)।
৩১ মার্চ (রবিবার) বেলা ১১টার দিকে বিমানবন্দরের বহিরাগমন টার্মিনালের বাইরে থেকে তাদের আটক করা হয়।
এপিবিএন'র অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) মো. আলমগীর হোসেন জানান, ইন্দোনেশিয়াতে সাধারণত অন অ্যারাইভাল ভিসা দেওয়া হয়। আটকরা শাহজালাল বিমানবন্দর থেকে বেলা সোয়া ১২টায় মালয়েশিয়ান এয়ারযোগে (এম এইচ ১০৩) মালয়েশিয়া হয়ে ইন্দোনেশিয়ায় যাওয়ার পরিকল্পনা করছিল। ইমিগ্রেশনে সন্দেহ হওয়ার পর তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে জানা যায়, তারা দালালের মাধ্যমে বাংলাদেশি পাসপোর্ট তৈরি করে দেশ ছাড়ার পরিকল্পনা করছিলেন। তারা আরাকানের মংডু এলাকার বাসিন্দা। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।