রোহিঙ্গা সহায়তা তহবিলের অর্থ অপচয় হচ্ছে না: ইউএনএইচসিআর

প্রকাশ : ২৫ মার্চ ২০১৯, ১৬:৩৬

জাগরণীয়া ডেস্ক

রোহিঙ্গাদের সহায়তায় গঠিত তহবিলের অর্থ নয়ছয় বা অপচয় হচ্ছে না বলে জানিয়েছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) আঞ্চলিক প্রতিনিধি খালেদ খলিফা।

২৫ মার্চ (সোমবার) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তহবিলের কোনো অপচয় হচ্ছে না উল্লেখ করে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা আঞ্চলিক প্রতিনিধি খালেদ খলিফা বলেন, তহবিলের অর্থের যথাযথ ব্যবহার করার বিষয়ে জবাবদিহিতা থাকা দরকার, এটি সত্য। জবাবদিহিতা না থাকলে কাজে স্বচ্ছতা থাকে না। আমরা কক্সবাজারের স্থানীয় বাসিন্দা এবং রোহিঙ্গাদের চাহিদা গুরুত্ব দিয়েই তহবিলের ব্যবহার করছি।

সম্প্রতি অভিযোগ উঠেছে যে, কক্সবাজারে রোহিঙ্গাদের জন্য কাজ করা বিভিন্ন বেসরকারী সংস্থা বাংলাদেশে আনা ত্রাণ সাহায্যের প্রায় ৭৫ ভাগই নিজেদের স্বার্থে খরচ করেছে। প্রায় ১৫০ কোটি টাকা ছয় মাসে হোটেলের বিল বাবদ ব্যয় করা হয়েছে। একইসঙ্গে পারডিয়েম, বাসস্থান এবং যাতায়াত খাতে বিশাল ব্যয় করা হয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, রোহিঙ্গাদের সহায়তার জন্য চলতি বছর ৯২০ দশমিক ৫ মিলিয়ন ডলার প্রয়োজন। এই অর্থের মধ্যে ১৪ শতাংশ সংগ্রহ করা গেছে। বাকি অর্থ দেওয়ার জন্য সহায়তায় গঠিত সংস্থার তালিকাভুক্ত দেশগুলোকে জানানো হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত