ধামরাইয়ে কিশোরীকে গণধর্ষণের অভিযোগ

প্রকাশ : ০৮ মার্চ ২০১৯, ১৪:১৯

জাগরণীয়া ডেস্ক

বেড়াতে গিয়ে সাভারের ধামরাইয়ে এক কিশোরীকে (১৭) গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ২ মার্চ (শনিবার) বিকেলে ধামরাইয়ের সাইলান গ্রামে এ ঘটনা ঘটলেও ৭ মার্চ (বৃহস্পতিবার) ধর্ষণের শিকার কিশোরী নিজে বাদী হয়ে ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।

নির্যাতিত কিশোরীর পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি সিরামিকের কারখানায় কাজ করেন। গত ২ মার্চ বিকেলে দুই বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে করে সাইলান এলাকায় বেড়াতে যায় ঐ কিশোরী। এলাকার স্থানীয় একটি সড়কে পৌঁছালে আরও দুটি মোটরসাইকেলে রাসেল ও বাবুসহ ৪-৫ জন বখাটে যুবক এসে তাদের গতিরোধ করে। তারা কিশোরীর দুই বন্ধুকে মারধর করে তাকে নির্জন একটি স্থানে তুলে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে। পরে মেয়েটির দুই বন্ধু স্থানীয়দের সহায়তায় মেয়েটিকে উদ্ধার করে।

কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত