সাভারে গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ
প্রকাশ : ০৭ মার্চ ২০১৯, ১৫:০৫
সাভারের হেমায়েতপুরে এক গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ৭ মার্চ (বৃহস্পতিবার) সকালে হেমায়েতপুরের জয়নাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম রিনা বেগম (৪৫)। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন রিনা বেগমের স্বামী শহিদুল ইসলাম।
নিহত রিনা বেগম জয়নাবাড়ী এলাকার মৃত সামসুল হকের মেয়ে এবং স্বামী শহিদুলের বাড়ি বরিশাল জেলায়।
গৃহবধূ রিনার স্বজনরা জানান, বৃহস্পতিবার সকালে পারিবারিক কলহের জেরে রিনাকে পিটিয়ে আহত করে শহীদুল। এরপর রিনার শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করে তাকে। এরপর থেকেই পালিয়ে যায় শহীদুল। পরে রিনাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাভার মডেল থানার ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম নবী বলেন, ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।