সাভারে নবদম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৫০

জাগরণীয়া ডেস্ক

ঢাকার সাভারের হেমায়েতপুরের হরিণধারা এলাকায় একটি ভাড়া বাড়ি এক নবদম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতরা হলেন- রুমি আক্তার (১৮) ও তার স্বামী মোহাম্মদ আলী (১৯)।

২৫ ফেব্রুয়ারি (সোমবার) সন্ধ্যায় ঐ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

প্রতিবেশীদের বরাত দিয়ে সাভার মডেল থানার এসআই অখিল কুমার সাহা বলেন, রুমি একটি ভাড়া বাড়িতে থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন। চার দিন আগে তারা বিয়ে করেন এবং একসাথে থাকা শুরু করেন। সোমবার বিকেলে নিজ কক্ষের সিলিং ফ্যানের সাথে একটি রশিতে নবদম্পত্তির ঝুলন্ত মরদেহ প্রতিবেশিড়া পুলিশে খবর দিলে দরজা ভেঙে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে। 

এসআই অখিল আরও বলেন, তাদের স্বজনদের সাথে কথা বলার পরই আত্মহত্যার কারণ জানা যেতে পারে।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত