লক্ষ্মীপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ
প্রকাশ : ০৯ আগস্ট ২০১৬, ১৫:২৯
লক্ষ্মীপুর সদর উপজেলায় জান্নাতুল ফেরদাউস সুমি (৩০) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।
মঙ্গলবার (৯ আগস্ট) ভোরে উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের দক্ষিণ মাগুরী গ্রামে এ ঘটনা ঘটে। সুমি ওই গ্রামের জয়নাল আবেদীনের স্ত্রী।
স্থানীয়রা জানায়, প্রায় ১১ বছর আগে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মৃত হাবিব উল্লাহর মেয়ে সুমীর সঙ্গে জয়নাল আবেদীনের বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পর থেকেই তাদের সংসারে কলহ লেগেই ছিল। এর মধ্যে সৌদি আরব চলে যান জয়নাল আবেদীন। গত রমজান মাসে দেশে ফেরেন তিনি। মঙ্গলবার সকালে সুমি ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রচার করেন জয়নাল আবেদীন ও তার পরিবারের লোকজন। পরে স্থানীয়রা তাদের ঘরের মেঝেতে তার মৃতদেহ দেখতে পান।
এদিকে, সুমির বড় ভাই সাকায়েত হোসেন জানান, বিয়ের পর একাধিকবার শ্বশুর বাড়ির লোকজন সুমির ওপর শারীরিক নির্যাতন চালিয়েছেন। তার স্বামী বিদেশে থাকায় তাকে ওই বাড়ি থেকে বের করে দিতে চেয়েছিলেন তারা। গত রমজান মাসে স্বামী বাড়িতে আসার পরও সুমির ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়।
তার অভিযোগ, সুমিকে পরিকল্পিতভাবে স্বামী ও তার পরিবারের লোকজন শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছেন।
এ ব্যপারে স্বামী জয়নাল আবেদীন ও তার পরিবারের বক্তব্য পাওয়া যায়নি।
দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।