‘খালেদা জিয়া অসুস্থ, ঘুম থেকে উঠতে পারেননি’
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:০২
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ বলে জানিয়েছেন তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার। ২০ ফেব্রুয়ারি (বুধবার) খালেদার বিরুদ্ধে করা নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানিতে তিনি এ কথা বলেন।
বুধবার দুপুরে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পরিত্যক্ত কারাগারে স্থাপিত বিশেষ জজ আদালত-৯-এ খালেদা জিয়ার শুনানি অনুষ্ঠিত হবার কথা ছিল। কিন্তু খালেদা জিয়া ঘুম থেকে না ওঠায় তাকে আদালতে হাজির করা যায়নি।
বিচারক শেখ হাফিজুর রহমান খালেদা জিয়ার অনুপস্থিতির কারণ জানতে চাইলে আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার আদালতকে বলেন, "খালেদা জিয়া অসুস্থ। এ জন্য ঘুম থেকে উঠতে পারেননি। তাই তাকে আদালতে হাজির করা সম্ভব হয়নি"। এসময় খালেদা জিয়ার চিকিৎসায় অবহেলা করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
তবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, "খালেদা জিয়া সম্মানিত নারী। জেল কোডের বিধান অনুযায়ী তিনি চিকিৎসা পাবেন"।
খালেদা জিয়ার অনুপস্থিতিতে অভিযোগ গঠন সম্ভব নয় বলে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ৩ মার্চ ধার্য করা হয়।