চুয়াডাঙ্গায় শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:২১

জাগরণীয়া ডেস্ক

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ছয় বছরের একটি শিশুকে ধর্ষণের অভিযোগে শাহ আলম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৪ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দুপুরে ঝিনাইদহ জেলার মহেশপুরে তাকে গ্রেপ্তার করা হয়। 

শাহ আলম জীবননগর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মৃত খালেক মণ্ডলের ছেলে। 

শিশুটির পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, ১৩ ফেব্রুয়ারি (বুধবার) বিকেলে মাদ্রাসার প্রথম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করেন শাহ আলম। এসময় শিশুটি চিৎকার করলে তিনি পালিয়ে যান। পরে পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রোকনুজ্জামান রুবেল জানান, ধর্ষণের কারণে রক্তক্ষরণ হওয়ায় শিশুটি অসুস্থ হয়ে পড়েছে। এজন্য তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গণি মিয়া জানান, এ ঘটনায় ১৪ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দুপুরে জীবননগর থানায় শিশুটির বাবা বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করেছেন। পরে বৃহস্পতিবার দুপুরেই ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলা থেকে শাহ আলমকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। 

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত