সাগর-রুনি হত্যাকাণ্ড: ৭ বছরেও শেষ হয়নি তদন্ত
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ২০:১৭
৭ বছরেও আলোর মুখ দেখেনি সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন। এই ৭ বছরে ৬৩ বার সময় নিয়েও আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেনি র্যাব। সর্বশেষ এ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য আগামী ১৭ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে।
তবে মামলার তদন্ত কর্মকর্তা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) এএসপি সহিদার রহমান বলছেন তদন্তে আন্তরিকতার কোন ঘাটতি নেই।
সহিদার রহমান বলেন, "আমরা চেষ্টার কোনো ত্রুটি করছি না। হত্যার মোটিভের ব্যাপারে এই মুহূর্তে কিছু বলা সম্ভব নয়। আমাদের কাছে যা তথ্য আছে তা তদন্তের স্বার্থে এই মুহুর্তে প্রকাশ করা সম্ভব নয়।"
উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাড়িতে নির্মমভাবে খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি। হত্যাকাণ্ডের সময় তাদের সাড়ে চার বছরের ছেলে মাহির সরওয়ার মেঘ অন্য কক্ষে ছিল। এই হত্যাকাণ্ডে তাৎক্ষণিক ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, ৪৮ ঘণ্টার মধ্যে হত্যার রহস্য উদ্ঘাটন করার প্রতিশ্রুতি দেন। কিন্তু ৭ বছরেও এই আলোচিত হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হয়নি।