‘অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হোক সেটাই আমাদের কাম্য’

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০১৮, ০২:৪৭

জাগরণীয়া ডেস্ক

‘কালকে ইলেকশান, আমি চাই, একটা শান্তিপূর্ণ নির্বাচন হোক। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হোক সেটাই আমাদের কাম্য’- বলেছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

২৯ ডিসেম্বর (শনিবার) দুপুরে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) দিনাজপুরে দুর্বৃত্তের হামলায় আহত রংপুরের আওয়ামী লীগ নেতা ড. মাহবুবুর রহমানকে দেখতে গিয়ে প্রধানমন্ত্রী গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।

বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের মাঝপথে প্রত্যাহার করে নিতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। তিনি এ ব্যাপারে বিশ্বাস না করে ভোট-পর্ব শেষ করার জন্য সব প্রার্থীর প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘সেই সঙ্গে আরেকটা সতর্ক আমি করতে চাচ্ছি, ওদের (বিএনপি নেতৃত্বাধীন জোট) একটা চরিত্র আছে এ রকম- হয়তো নির্বাচন চলাকালীন হঠাৎ মাঝপথে বলবে, আমরা ইলেকশন করব না। আমরা প্রত্যাহার করে নিলাম।’

তিনি আরো বলেন, ‘সেই ক্ষেত্রে আমি বলব, অন্যান্য দলের প্রার্থী বা আমাদের দলের প্রার্থী যারা আছেন, নির্বাচনটা কিন্তু সম্পূর্ণটা চালিয়ে যেতে হবে। বিএনপি যদি বলেও আমারা প্রত্যাহার করলাম বা আমরা করব না, এ কথায় বিশ্বাস না করার জন্য আমরা বলব। কারণ এটা তাদের একটা অন্য খেলা।’

নিজের দলের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘আমরা ক্ষমতায়, তারপরও আমাদের দলের এতগুলো মানুষকে তারা হত্যা করেছে। আমি সবাইকে ধৈর্য ধরতে বলব। এই নির্বাচনটা কেউ যেন প্রশ্নবিদ্ধ করতে না পারে সেজন্য দৃষ্টি দিতে হবে।’

জনগণ আওয়ামী লীগের সঙ্গে রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী ধৈর্য ধরে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করার আহ্বান জানান। তিনি বলেন, ‘বিএনপি হামলা চালিয়ে সহিংসতা ছড়াচ্ছে, আবার বহির্বিশ্বে সরকারের বিরুদ্ধে নালিশ করে বেড়াচ্ছে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত