মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০১৮, ১২:১০
জাগরণীয়া ডেস্ক
মাদারীপুরের ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার বড়ব্রীজ এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক নারী (৪৫) নিহত হয়েছেন।
২৬ ডিসেম্বর (বুধবার) সকালে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বড়ব্রীজ এলাকায় দুর্ঘটনায় আহত এক নারীকে দেখতে পেয়ে স্থানীয় এক ভ্যানচালক তাকে উদ্ধার করেন। কিন্তু কীভাবে তিনি আহত হলেন তা জানা যায়নি। ধারণা করা হচ্ছে , যাত্রীবাহী কোন পরিবহনের ধাক্কায় তিনি আহত হন। আহত ঐ নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহফুজুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যুর খবর পেয়েছি।
0Shares