আবারও দেশ সেবার সুযোগ দেয়ার আহবান প্রধানমন্ত্রীর

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০১৮, ১৩:৩৮

জাগরণীয়া ডেস্ক

আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটকে ভোট দিয়ে আবারও দেশ সেবার সুযোগ দেয়ার আহবান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২৩ ডিসেম্বর (রবিবার)  বেলা পৌনে  ১টার দিকে রংপুরে তারাগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনী এক জনসভায় তিনি এ আহবান জানান।

জনসভায় আওয়ামী লীগ প্রধান বলেন, আবার যেন আপনাদের সেবা করতে পারি, আবার যেন আপনাদের জন্য কাজ করতে পারি। 

রংপুরের উন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন, এক সময় রংপুরে দুর্দিন ছিল,মানুষের পেটে ক্ষুধা ছিল। এখন আর সেই দিন নেই। রংপুরবাসীর জন্য এখন সুদিন।

তিনি বলেন, আপনারা নৌকায় ভোট দেবেন। নৌকা উন্নয়নের প্রতীক। এই নৌকা আপনাদের স্বাধীনতা এনে দিয়েছে। আওয়ামী লীগ আসলেই মানুষের ভাগ্য পরিবর্তন হয়।

তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারকে আবার ভোট দিয়ে জয়ী করার আহবান জানিয়ে জনসভা শেষ করেন।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত