কুকুরকে বাঁচাতে গিয়ে দম্পতির মর্মান্তিক মৃত্যু

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০১৮, ২২:২৬

জাগরণীয়া ডেস্ক

কুকুরকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে মনিরুল ইসলাম (৪৫) ও আফরোজা খাতুন (৩৫) দম্পতির। 

১৪ ডিসেম্বর (শুক্রবার) পাবনার চাটমোহর-টেবুনিয়া সড়কের নেউতিগাছা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

মৃত মনিরুল ইসলাম পাবনার ভাঙ্গুড়া পৌর সদরের পুরাতন এসআর পাড়া মহল্লার মৃত সিরাজুল ইসলামের ছেলে ও পেশায় এলজিইডি ফরিদপুর অফিসের সহকারী হিসাব রক্ষক। তার স্ত্রী আফরোজা খাতুন আশা এনজিওতে চাকুরী করতেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে পাবনার দিকে যাওয়ার সময় পথে নেউতিগাছা নামক স্থানে একটি কুকুর রাস্তার মাঝে চলে এলে তাকে বাঁচাতে মোটরসাইকেলে ব্রেক করেন মনিরুল। কিন্তু মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই ঐ দম্পতির মৃত্যু হয়।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে। এক্ষেত্রে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত