রাজধানীতে স্কুলছাত্রী ছুরিকাহত
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০১৮, ১৪:০৩
জাগরণীয়া ডেস্ক
রাজধানীর দক্ষিণখানে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ষষ্ঠ শ্রেনীর এক স্কুলছাত্র ছুরিকাঘাত করেছে বলে অভিযোগ উঠেছে। আহত ঐ স্কুলছাত্রী উত্তরার মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী এবং ঐ ছাত্র নবাব হাবিবুল্লাহ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তারা সম্পর্কে খালাতো ভাই-বোন।
গত ২ ডিসেম্বর (রবিবার) বিকেলে দক্ষিণখানের দেওয়ানসিটি এলাকায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে দক্ষিণখান থানার ওসি তপন চন্দ্র সাহা বলেন, আহত ছাত্রীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কেউ মামলা করেনি।