রাজধানীতে ইন্টারভিউ দিতে এসে চিকিৎসকের মৃত্যু

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০১৮, ১২:৩০

জাগরণীয়া ডেস্ক

ইন্টারভিউ দিতে এসে রাজধানীর বিজয় সরণী মোড়ে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ডা.আক্তার জাহান রুমা (২৮)। নিহত রুমার বাড়ি চট্টগ্রামের হালিশহরে, বাবার নাম আক্তারুজ্জামান।

৪ ডিসেম্বর (মঙ্গলবার) ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  

এ প্রসঙ্গে ডাক্তার রুমার সহকর্মী ডা. মহসিন ফারুক জানান, রুমা সিলেট ওসমানী নগর বার্ডস চক্ষু হাসপাতালে কর্মরত ছিলেন। ঢাকার ধানমন্ডি বাংলাদেশ চক্ষু হাসপাতালে তার ইন্টারভিউ ছিল। সিএনজিযোগে ধানমন্ডিতে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন ডাক্তার রুমা। 

এ ব্যাপারে তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মিনহাজ উদ্দিন জানায়, ভোরে বিজয়সরণীতে একটি সিনএজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয় অজ্ঞাত কোনো এক যানবাহন। এতে সিএনজির যাত্রী ও চালক আহত হয়। পরে যাত্রীকে অজ্ঞাত হিসেবে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

তিনি আরও বলেন, চিকিৎসকের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত সিএনজি চালককে খুঁজছে পুলিশ। 

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত