মোহাম্মদপুরে গ্যাসের লিকেজ থেকে আগুন, দগ্ধ ৬
প্রকাশ : ২৩ নভেম্বর ২০১৮, ১২:৫৭
রাজধানীর মোহাম্মদপুরে একটি বাসার ছাদে গ্যাস লিকেজ থেকে আগুন লাগার ঘটনায় নারী ও শিশুসহ ছয়জন দগ্ধ হয়েছেন।
দগ্ধরা হলেন- বাসার মালিক হোসনে আরা (৫৩), ভাড়াটিয়া মনোয়ার (২৮), নাঈম (৭), নাঈমা (৪৫) ও মিস্ত্রি বিল্লাল (৩৫)। দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এছাড়া বাসার দগ্ধ দারোয়ানকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
২২ নভেম্বর (বৃহস্পতিবার) রাতে মোহাম্মদিয়া হাউজিং সোসাইটির ৫ নম্বর সড়কের ২৭৩ নম্বর বাড়ির ছাদে এ ঘটনা ঘটে।
দগ্ধদের স্বজনরা জানান, ভবনটির পঞ্চম তলায় গ্যাসের লাইন মেরামত করছিলেন মিস্ত্রি বিল্লাল। এক পর্যায়ে দিয়াশলাইয়ের কাঠি দিয়ে মোমবাতি জ্বালালে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ছয়জন দগ্ধ হন।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুন নিভে যায়। গ্যাস লাইনের লিকেজ থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছিল।