‘পরিবর্তনের মূল্যায়ন জনগণকেই করতে হবে’
প্রকাশ : ২২ নভেম্বর ২০১৮, ১৪:১৫
বিগত ১০ বছরে দেশের সার্বিক যে উন্নয়ন হয়েছে তার মূল্যায়ন জনগণকেই করতে হবে বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২২ নভেম্বর (বৃহস্পতিবার) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বাংলাদেশ লেদার ফুটওয়ার অ্যান্ড লেদার গুডস্ ইন্টারন্যাশনাল সোর্সিং শো’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ২০০৯ থেকে এই সরকার ক্ষমতায় আছে। প্রায় দশ বছরের কাছাকাছি এই সময়ে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, রফতানি বৃদ্ধি, দেশের মানুষের কর্মসংস্থানসহ সার্বিক বিষয়ে মূল্যায়ণের দায়িত্ব আমরা আপনাদের কাছেই ছেড়ে দিচ্ছি, আপনারাই বিচার করে দেখবেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, ব্যবসার পরিবেশ সৃষ্টি করা, সুযোগ সৃষ্টি করা এবং আন্তর্জাতিক ক্ষেত্রে বাজার অন্বেষণ করা যাতে পণ্য রপ্তানি করা যায় সেদিকে সজাগ দৃষ্টি দিয়েছে বাংলাদেশ সরকার। আর্থ-সামাজিক উন্নতি, ক্রয়ক্ষমতা বৃদ্ধি এবং দেশজ বাজার তৈরির জন্য অর্থনৈতিক পরিকল্পনা কাজ করে যাচ্ছে সরকার।
এসময় চামড়াজাত শিল্পের সাথে জড়িতদের দায়িত্ব নিয়ে সচেতনতার সাথে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।