বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের স্ত্রী ফজিলাতুন্নেসা আর নেই

প্রকাশ : ২২ নভেম্বর ২০১৮, ১২:৩১

জাগরণীয়া ডেস্ক

চলে গেলেন বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের স্ত্রী বেগম ফজিলাতুন্নেসা।

গত ২১ নভেম্বর (বুধবার) সন্ধ্যায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আলমগীর কবির এ তথ্য নিশ্চিত করেছেন। বেগম ফজিলাতুন্নেসার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

ফজিলাতুন্নেসার আত্মীয় আসাদ রহমান জানান, কুড়িগ্রামে সরকারের দেওয়া বাড়িতেই ছেলে ও নাতি-নাতনিদের নিয়ে থাকতেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের স্ত্রী বেগম ফজিলাতুন্নেসা। তিনি দীর্ঘদিন যাবত ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তার শারিরীক অবস্থার অবনতি হলে গত ২৭ অক্টোবর তাকে সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়। 

১৯৫৯ সালের ২৬ ফেব্রুয়ারি পূর্ব পাকিস্তান রাইফেলসে (বর্তমানে বিজিবি) যোগ দেন নূর মোহাম্মদ। ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোরে পাকবাহিনীর গুলিতে শহীদ হন তিনি। রণাঙ্গনে তাঁর অসীম সাহসিকার জন্য বাংলাদেশ সরকার তাকে ‘বীরশ্রষ্ঠ’খেতাব ভূষিত করে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত