কিশোরগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রকাশ : ১৮ নভেম্বর ২০১৮, ০৩:২২
জাগরণীয়া ডেস্ক
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলর বাহাদিয়া গ্রামে পুকুরে ডুবে এক বছরের শিশু রাবিয়া আক্তারের মৃত্যু হয়েছে।
১৭ নভেম্বর (শনিবার) বিকেলে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। শিশু রাবিয়া প্রবাসী রাজু মিয়ার সন্তান এবং তারা নেত্রকোনা জেলায় থাকেন।
স্থানীয়রা জানায়, শিশু রাবিয়াকে নিয়ে বাহাদিয়া গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলেন তার মা। বিকেলে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় রাবিয়া। অনেক খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন।
0Shares