বীরপ্রতীক তারামন বিবিকে ঢাকা সিএমএইচে স্থানান্তর
প্রকাশ : ০৮ নভেম্বর ২০১৮, ১৯:২৫
জাগরণীয়া ডেস্ক
গুরুতর অসুস্থতার জন্য বীরপ্রতীক তারামন বিবিকে কারণে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আনা হয়েছে।
৮ নভেম্বর (বৃহস্পতিবার) বিকেল ৫টা ৪০ মিনিটে তাকে ময়মনসিংহ সিএমএইচ থেকে ঢাকা সিএমএইচে আনা হয়েছে বলে নিশ্চিত করেছেন তার ছেলে আবু তাহের।
তিনি বলেন, এখানে মায়ের চিকিৎসা শুরু হয়েছে। ডাক্তারদের তত্ত্বাবধানে মা চিকিৎসাধীন।
এর আগে সকালে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তারামন বিবিকে কুড়িগ্রাম থেকে অ্যাম্বুলেন্সে করে ময়মনসিংহ সিএমইচে নেওয়া হয়। সেখানে ঘণ্টা তিনেক থাকার পর অবস্থার কোনো উন্নতি না হওয়ায় আরও উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা সিএমএইচে পাঠানোর সিদ্ধান্ত হয়।
এসময় তিনি কোনো কথা বলতে পারছিলেন না। দীর্ঘদিন শ্বাসকষ্ট, কাশি ও ডায়াবেটিসে ভুগছেন এ বীর নারী।