বরগুনায় ২১ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশ : ২৭ অক্টোবর ২০১৮, ১৭:১০

জাগরণীয়া ডেস্ক

বরগুনা জেলায় ২১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২৭ অক্টোবর (শনিবার) তালতলি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভা মঞ্চ থেকে এসব প্রকল্পের উদ্বোধন করেন তিনি।

প্রধানমন্ত্রীর উদ্বোধন করা উন্নয়ন প্রকল্পগুলো হলো— বরগুনা সদর হাসপাতালকে ৫০ শয্যা থেকে ২৫০ শয্যায়  উন্নীতকরণ; বামনা উপজলো ফায়ার সার্ভিস ও সিলিল ডিফেন্স স্টেশন; বেতাগী উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন; বরগুনা জেলা গণগ্রন্থাগার; বরগুনা জেলা পুলিশ লাইনে মহিলা ব্যারাক নির্মাণ; দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের জন্য হোস্টেল নির্মাণ ও সম্প্রসারণ র্শীষক প্রকল্পের আওতায় বরগুনা দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য পূর্বে নির্মত ১-তলা হোস্টেলের ওপর ২য় তলা হোস্টেল নির্মাণসহ ১ম তলার নবায়ন; বরগুনা জেলার আমতলী থানা ভবন; বরগুনা সদর ইউনিয়ন ভূমি অফিস; ডৌয়াতলা ইউনিয়ন ভূমি অফিস (উপকূলীয়); হোসনাবাদ ইউনিয়ন ভূমি অফিস (উপকূলীয়); ঘুর্ণিঝড় সিডর ও আইলায় ক্ষতিগ্রস্ত উপকূলীয় বাঁধ পুনর্বাসন; এম বালিয়াতলী ডি. এন কলেজের ৪তলা একাডেমিক ভবন কাম ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র বরগুনা সদর; সৈয়দ ফজলুল হক ডিগ্রি কলেজের ৪তলা একাডেমিক ভবন কাম ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র, পাথরঘাটা; ইউনুস আলী খান ডিগ্রি কলেজের ৪তলা একাডেমিক ভবন কাম ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র, আমতলী; উপজেলা প্রাণিসম্পদ উন্নয়ন কেন্দ্র, তালতলী; বাকেরগঞ্জ-পাদ্রীশিবপুর-কাঠালতলী-সুবিদখালী-বরগুনা সড়ক প্রশস্তকরণ ও মজবুতিকরণ; চুড়রিচর ইউনয়িন পরিষদ-হাজারবিঘা-কামড়াবাদ-পুরাকাটা ফেরিঘাট সড়কের র্গাডার ব্রিজ; গৌরচিন্না ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন; বেতাগী উপজেলাধীন বদনীখালী খালের উপর আরসিসি র্গাডার ব্রিজ; তালতলী উপজলো পরিষদ কমপ্লক্সে ভবন; বামনা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন সম্প্রসারণ; একটি বাড়ি একটি খামার ও পল্লী সঞ্চয় ব্যাংক ভবন, বামনা; একটি বাড়ি একটি খামার ও পল্লী সঞ্চয় ব্যাংক ভবন, তালতলী। 

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত