টাঙ্গাইলে ট্রাক উল্টে একই পরিবারের তিনজন নিহত
প্রকাশ : ১৬ অক্টোবর ২০১৮, ০৯:৫০


টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাক উল্টে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- জয়পুরহাট সদর উপজেলার শিখারঞ্জন গ্রামের নিরঞ্জন মালী (৩০), তার স্ত্রী সাগরী মালী (২৫) ও তাদের শিশুকন্যা স্বর্ণা (০৮)।
১৬ অক্টোবর (মঙ্গলবার) ভোরে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের মির্জাপুরের সুভুল্ল্যা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মির্জাপুর থানার উপ পরিদর্শক (এসআই) ফয়সাল জানান, নিহতরা গাজীপুর থেকে ট্রাকে করে তারা জয়পুরহাট যাচ্ছিলেন। ভোর ৫টার দিকে ট্রাকটি ঘটনাস্থলে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি উল্টে গিয়ে ঘটনাস্থলেই তিনজন মারা যান।