পদ্মা সেতু প্রকল্পের নামফলক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশ : ১৪ অক্টোবর ২০১৮, ১৩:২৯

জাগরণীয়া ডেস্ক

পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের নাম ফলক উম্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

১৪ অক্টোবর (রবিবার) সুইচটিপে এ প্রকল্পের নাম ফলক উম্মোচন করেন তিনি। একই সময়ে আরও কয়েকটি প্রকল্পেরও উদ্বোধন করেন শেখ হাসিনা। 

এরআগে প্রধানমন্ত্রী সকাল ১০টায় তেজগাঁও বিমানবন্দরে পৌঁছে তেজগাঁও এয়ার মুভমেন্ট ফ্লাইটের নবনির্মিত ‘ভিভিআইপি কমপ্লেক্স’ এর উদ্বোধন করেন। এর পর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে সাড়ে ১০টায় মুন্সীগঞ্জ জেলার মাওয়ার উদ্দেশ্যে যাত্রা করেন। সেখানে পৌঁছে তিনি পদ্মা সেতুর নামফলক উম্মোচন করেন।

এ ছাড়া প্রধানমন্ত্রী এন-৮ মহাসড়কের ঢাকা-মাওয়া এবং পাঁচ্চর-ভাঙ্গা অংশের অগ্রগতি পরিদর্শন (মাওয়া প্রান্ত), পদ্মা রেল সংযোগ প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন (মাওয়া প্রান্ত), মূল নদীশাসন কাজ সংলগ্ন স্থায়ী নদীতীর প্রতিরক্ষামূলক কাজের উদ্বোধন করেন। এসময় প্রকল্পের সার্বিক উন্নয়নের জন্য মোনাজাত করা হয়।

পরে প্রধানমন্ত্রী পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি পরিদর্শন করেন।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত