টাঙ্গাইলে ট্রাকচাপায় স্কুলছাত্রীর মৃত্যু
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০১৮, ২০:৩৭
![](https://bangla.jagoroniya.com/templates/jagoroniya-v1/images/jagoronia.png)
![](/assets/news_photos/2018/09/27/image-16984.jpg)
টাঙ্গাইলের করটিয়ায় ট্রাকচাপায় নাফিজা আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। নিহত নাফিসা বাসাইল উপজেলার কাশিল গ্রামের মেহেদী হাসান রানার মেয়ে। সে করটিয়ার আবেদা খানম স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী।
২৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সায়েদুর রহমান জানায়, বিকেলে নাফিজা কোচিং থেকে বাড়ি যাওয়ার জন্য রাস্তা পার হওয়ার সময় ইট বোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থালেই মারা যায়।
নাফিজার মৃত্যুর খবর পেয়ে তার সহপাঠীরা ও উত্তেজিত জনতা ঘাতক ট্রাকসহ করটিয়া বাসস্ট্যান্ড এলাকায় ব্যাপক ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘাতক আটক করা গেলেও চালক ও তার সহকর্মী পালিয়ে গেছে।
নাফিজার মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।