রাজশাহীতে সাপের কামড়ে নারীর মৃত্যু
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০১৮, ১৬:০৩
জাগরণীয়া ডেস্ক
রাজশাহীর বাঘা উপজেলায় সাপের কামড়ে রহিমা খাতুন নামের এক নারীর মৃত্যু হয়েছে।
২৬ সেপ্টেম্বর (বুধবার) সকালে তার মৃত্যু হয়। নিহত রহিমা খাতুন পাকুড়িয়া ইউনিয়নের গোরাঙ্গপুর গ্রামের বাদল হোসেনের মেয়ে।
রহিমা খাতুনের খালাত ভাই মোহাম্মদ টুটুল আহম্মেদ জানান, বুধবার দিবাগত রাত ২টার দিকে ঘুমের মধ্যে সাপে কামড়িয়েছে বলে টের পান তার বোন রহিমা খাতুন। এসময় একটি সাপও দেখতে পান ঘরের মধ্যে। পরে সাপটিকে মারা হয়। কিন্তু শরীরে সাপের কামড়ের চিহৃ খুঁজে না পেয়ে তিনি আবার ঘুমাতে যা্ন। তারপর থেকে ধীরে ধীরে তিনি অসুস্থ হয়ে পড়েন।
0Shares