বাংলার প্রতিটি নারীর অনুপ্রেরণা নূরজাহান বেগম
প্রকাশ : ২৩ মে ২০১৬, ১৯:১২
ভারতীয় উপমহাদেশের নারীদের প্রথম সাপ্তাহিক ‘বেগম’ পত্রিকার সম্পাদক এবং নারী সাংবাদিকতার পথিকৃৎ নূরজাহান বেগম বাংলার প্রতিটি নারীর অনুপ্রেরণা হয়ে মানুষের স্মরণে থাকবেন বলে বলেছেন তাঁর শেষ শ্রদ্ধায় আসা সর্বস্তরের মানুষরা।
সোমবার (২৩ মে) বিকেলে সব শ্রেণি-পেশার মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য নূরজাহান বেগমের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য ১ ঘণ্টা সময় দেওয়া হবে। শ্রদ্ধা নিবেদন শেষে বাদ মাগরিব গুলশান-১ জামে মসজিদ অনুষ্ঠিত হবে ২য় জানাজা। এরপর রাতেই তাকে মিরপুরস্থ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফনের কথা রয়েছে। পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী সোমবার বাদ জোহর দুপুর আড়াইটায় তার নারিন্দার বাসভবনে প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, শিল্পকলা একাডেমী, বাংলা একাডেমি, আওয়ামী লীগ, বিএনপি, সম্মিলিত সাংস্কৃতিক জোট, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের জনতা তাঁর বিদায়ক্ষণে শেষ শ্রদ্ধা জানান।
সোমবার (২৩ মে) সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৯১ বছর। গত ৫ মে বিকেলে অসুস্থ অবস্থায় নূরজাহান বেগমকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সে সময় তিনি ঠিকভাবে শ্বাস নিতে পারছিলেন না। ৭ মে তার অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নিয়ে লাইফ সাপোর্টে রাখা হয়।
উল্লেখ্য, ১৯৪৭ সালে ২০ জুলাই কলকাতা থেকে প্রথমবারের মতো প্রকাশ পায় মহিলাদের জন্য সাপ্তাহিক পত্রিকা ‘বেগম’। যার সম্পাদনার দায়িত্বে ছিলেন বেগম সুফিয়া কামাল। নারী জাগরণের পথিকৃৎ হিসেবে বেগম রোকেয়া, বেগম সুফিয়া কামালের পর যার নাম আসে তিনি নূরজাহান বেগম। ১৯৫০ সালে ৩ ডিসেম্বর ঢাকা থেকে ‘বেগমে’র যে চতুর্থ বর্ষ সংখ্যাটি বের হয় তার সম্পাদনায় ছিলেন নূরজাহান বেগম।