আট বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০১৮, ১২:২২

জাগরণীয়া ডেস্ক

টাঙ্গাইলে ৮ বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় কামরুল ইসলাম (২০) নামে এক যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত কামরুল টাঙ্গাইলের মধুপুর উপজেলার ভুটিয়া গ্রামের শাবাশ আলীর ছেলে।

১৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় দেন।  সেই সাথে ১ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। টাঙ্গাইলের আদালত পরিদর্শক আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আনোয়ারুল ইসলাম জানান, ২০১৪ সালের ১৯ মে ভুটিয়া গ্রাম থেকে ওই এলাকার আবুল কালামের মেয়ে বীথি আক্তারের (৮) নামে এক শিশুর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। শিশুটিকে ধর্ষণের পর হত্যার আলামত ছিল।

পরে বীথির বাবা বাদী হয়ে কামরুলকে আসামি করে ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করে। পরে পুলিশ কামরুলকে গ্রেপ্তার করলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় সে। কামরুলের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ডের আদেশ দেন বিচারক।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত