ছাগলে শিমগাছ খেয়ে ফেলায় গৃহবধূকে নির্যাতন

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৩৬

জাগরণীয়া ডেস্ক

চট্টগ্রামের মিরসরাইয়ে ছাগলে শিম গাছ খাওয়ায় মমতা জলদাস নামে এক গৃহবধূকে শারিরীকভাবে নির্যাতন করে হাসপাতালে পাঠিয়েছে কয়েকজন যুবক।

১০ সেপ্টেম্বর (সোমবার) বিকেলে উপজেলার মিঠানালা ইউনিয়নের বানাতলী মধ্যম মুরাদপুর গ্রামে ঘটনাটি ঘটে।

আহত মমতা জলদাসের দেবর সুনীল জলদাস অভিযোগ করে বলেন, ওই গ্রামের একটি পুকুরে তারা দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন। সোমবার দুপুরে পুকুর পাড়ে ছাগল বেঁধে আসেন মমতা জলদাস। বিকেলে ছাগল আনতে গেলে স্থানীয় জামাল উল্যা, তার দুই ছেলে নোমান ও আরমান ছাগলে শিমগাছ খেয়েছে বলে অভিযোগ তুলে সেখানে তাকে আটকিয়ে শারিরীকভাবে নির্যাতন করেন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।  চিকিৎসা শেষে মামলা দায়ের করার কথা জানান সুনীল জলদাস।

জেলার মিরসরাই থানার পরিদর্শদ (তদন্ত) বিপুল দেবনাথ বলেন, আহত গৃহবধূকে আগে চিকিৎসাসেবা দেয়ার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসা শেষে মামলা নেয়া হবে। 

 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত