নওগাঁয় বিষপানে নারীর আত্মহত্যা
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৩৮
জাগরণীয়া ডেস্ক
নওগাঁর মহাদেবপুরে পারিবারিক কলহের জের ধরে বিষপানে ভক্তী রাণী (১৮) নামে এক নারী আত্মহত্যা করেছেন। রাণী ওই গ্রামের শ্যামল রায়ের স্ত্রী। ঘটনার পর থেকে স্বামী শ্যামল পলাতক রয়েছেন।
৯ সেপ্টেম্বর (রবিবার) দুপুরে উপজেলার মধুপুর হিন্দুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, পারিবারিক কলহের জের ধরে দুপুরে সবার অজান্তে নিজ ঘরের দরজা বন্ধ করে বিষপান করেন রাণী। পরে পরিবারে লোকজন দরজা ভেঙে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় এখনও কোনো মামলা হয়নি।
0Shares