খিলগাঁওয়ে ম্যানহোল থেকে নারীর মরদেহ উদ্ধার
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৩৮
![](https://bangla.jagoroniya.com/templates/jagoroniya-v1/images/jagoronia.png)
জাগরণীয়া ডেস্ক
![](/assets/news_photos/2018/09/04/image-16729.jpg)
রাজধানীর খিলগাঁওয়ে ম্যানহোল থেকে অজ্ঞাতপরিচয় (৩৫) এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
৪ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ৯টার দিকে খিলগাঁও গোড়ান এলাকার একটি ম্যানহোল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, ঐ এলাকার তিতাস রোডের একটি ম্যানহোল থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ম্যানহোল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে।
আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ঐ নারীর পরিচয় খোঁজার চেষ্টা করছে পুলিশ। ধারণা করা হচ্ছে হত্যার পর মরদেহ ম্যানহোলে ফেলে গেছে কেউ। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।