টাঙ্গাইলে সাপের কামড়ে নারীর মৃত্যু

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৪৮

জাগরণীয়া ডেস্ক

টাঙ্গাইলের ভূঞাপুরে জুতার ভেতর লুকিয়ে থাকা বিষাক্ত সাপের কামড়ে শাহীনা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

১ সেপ্টেম্বর (শনিবার) উপজেলার গাবসারা ইউনিয়নের বড় জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহীনা ওই গ্রামের সানোয়ার হোসেনের স্ত্রী।

নিহতের পরিবার থেকে জানায়, উপজেলার গাবসারা ইউনিয়নের বড় জয়পুর গ্রামের সানোয়ার হোসেনের স্ত্রী শাহীনা বেগম শনিবার ফজরের নামায শেষে বাইরে বের হওয়ার জন্য জুতা পরতে যান। এ সময় জুতার ভেতর লুকিয়ে থাকা বিষাক্ত সাপ তাকে কামড় দেয়।

সাপের কামড়ে চিৎকার দিলে স্বামী সানোয়ার হোসেন তাৎক্ষণিক ছুটে এসে পায়ে বাঁধ দেয়। কিছুক্ষণ পর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।

পরে স্থানীয় ওঝা ডেকে দিনভর ঝাড়-ফুঁক দেয়া হয়। এতে তার অবস্থার উন্নতি না হওয়ায় রাতে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত