টাঙ্গাইলে ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশ : ২৯ আগস্ট ২০১৮, ১৩:১১

জাগরণীয়া ডেস্ক

টাঙ্গাইলে ধর্ষণ মামলায় আব্দুল জলিল নামে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত আসামি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার শালিয়াবহ গ্রামের মৃত ইদ্দিস আলীর ছেলে। আসামি বর্তমানে পলাতক রয়েছে।

২৮ আগস্ট (মঙ্গলবার) দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় প্রদান করেন। ধর্ষণের ফলে জন্ম নেওয়া কন্যাশিশুর ভরন পোষণের জন্য দণ্ডপ্রাপ্ত আসামি জলিলকে দায়িত্ব দেন আদালত। জেলা প্রশাসককে এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশনা দেওয়া হয়।

টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিশেষ পিপি এডভোকেট নাসিমুল আক্তার নাসিম ও মামলার সংক্ষিপ্ত বিবরণীতে জানা গেছে, ২০১০ সালের ১ জানুয়ারি ঘাটাইল উপজেলার শালিয়াবহ গ্রামের গজারী বনে এক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে দণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল জলিল। পরবর্তীতে ধর্ষক আব্দুল জলিল ওই নারীকে আর বিয়ে করেনি। ধর্ষণের ফলে ওই নারী গর্ভবতী হলে একই বছরের মে মাসে নিজেই বাদী হয়ে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতে ধর্ষক আব্দুল জলিলকে আসামি করে মামলা দায়ের করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত