বেনাপোলে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

প্রকাশ : ২৮ আগস্ট ২০১৮, ২১:৪১

জাগরণীয়া ডেস্ক

যশোরের বেনাপোল সীমান্তে ইব্রাহিম (১৯) নামে এক যুবকের বিরুদ্ধে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। তবে পলাতক রয়েছে অভিযুক্ত। আর তার পক্ষ নিয়ে বিষয়টির ‘মীমাংসা’ চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে।

২৬ আগস্ট (রবিবার) সকালে বেনাপোল সীমান্তের পুটখালী শিবনাথপুর বারোপোতা গ্রামে ইব্রাহিমের বিরুদ্ধে ধর্ষণের এ অভিযোগ ওঠে। সে বেনাপোল পোর্ট থানার বারোপোতা গ্রামের আব্দুল হান্নানের ছেলে। পুলিশ বলছে, এ বিষয়ে তারা এখনও কোনো অভিযোগ পায়নি।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) মমিন বলেন, শিশুটিকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে ইব্রাহিম। তখন তার চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এলে কৌশলে পালিয়ে অভিযুক্ত যুবক। পরে শিশুটির স্বজনরা তাকে উদ্ধার করে চিকিৎসা দেয়। 

শিশুটির শারীরিক অবস্থা খুব একটা ভাল নয় জানিয়ে মমিন বলেন, স্থানীয় প্রভাবশালীদের হুমকির মুখে শিশুটির পরিবার এ ব্যাপারে সমঝোতা করতে বাধ্য হচ্ছে বলে শোনা যাচ্ছে। এমনকি শিশুটির বাড়ি-ঘরে তালাবদ্ধও দেখা যাচ্ছে। 

বেনাপোল পোর্ট থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জহিরুল ইসলাম জানান, এ বিষয়ে এখন পর্যন্ত তাদের কাছে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে পুলিশ ব্যবস্থা নেবে।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত