বাসা মালিকের স্ত্রীকে ছুরিকাঘাত করে তরুণীর আত্মহত্যা
প্রকাশ : ২৪ আগস্ট ২০১৮, ১৭:২২
জাগরণীয়া ডেস্ক
লিজা (৩৪) নামে এক তরুণী যে বাসায় ভাড়া থাকতেন সেই বাসার মালিকের স্ত্রীকে ছুরিকাঘাত করে আত্মহত্যা করেছেন। ২৩ আগস্ট (বৃহস্পতিবার) বিকেল ৪টার দিকে বায়েজিদ বোস্তামি থানার বালুছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ছুরিকাঘাতে মারাত্মক আহত অন্তরা বড়ুয়া (২৬) বালুছড়া এলাকার বাসিন্দা ও উত্তম বড়ুয়ার স্ত্রী।
বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার বলেন, ‘লিজা বিকেলে অন্তরাদের বাসায় ঢুকে তাকে এলোপাতাড়িভাবে ছুরিকাঘাত করেন। পরে নিজের কক্ষে গিয়ে ফ্যানের সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন।’
কী কারণে এ ঘটনা ঘটেছে তা বের করার চেষ্টা চলছে বলে জানান পুলিশের এই কর্মকতা।
0Shares