নলডাঙ্গায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত, যুবকের কারাদণ্ড
প্রকাশ : ০২ আগস্ট ২০১৬, ১৬:৪৯
নাটোরের নলডাঙ্গা উপজেলায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে খালেক রাব্বানী লিমন (২০) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। কারাদণ্ড প্রাপ্ত লিমন উপজেলার পূর্ব মাধনগর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
মঙ্গলবার (২ আগস্ট) সকাল ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালকের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার জাহান এ রায় দেন।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, লিমনসহ কয়েক যুবক প্রায়ই মাধনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করতেন। এ ব্যাপারে ওই ছাত্রীর বাবা থানায় একটি অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল ও বিদ্যালয় প্রাঙ্গণ পরিদর্শন করে এর সত্যতা পায়। পরে সকালে লিমনকে আটক করা হয়। আটকের পর তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।