বগুড়ায় নিজ বাসায় মা-মেয়ে খুন

প্রকাশ : ২১ আগস্ট ২০১৮, ১২:৫১

জাগরণীয়া ডেস্ক

বগুড়া শহরের বড়গোলা টিনপট্টিতে নিজ বাসায় মা ও মেয়ে খুন হয়েছেন। নিহতরা হলেন- সৌদি প্রবাসী ইউসুফ আলীর স্ত্রী রুবাইয়া খাতুন (২৮) ও তার কন্যা সুমাইয়া আক্তার (৭)।

২১ আগস্ট (মঙ্গলবার) সকাল ৯টায় নিহতদের বাড়ির লোকজনের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

রুবাইয়ার বাবা আব্দুল হামিদ জানান, তার মেয়ে আর নাতনি ওই বাসায় একাই থাকতেন। তারা এই ঘটনায় কাউকে সন্দেহও করতে পারছে না।

পুলিশের সুরতহাল প্রতিবেদনে জানা যায়, নিহত রুবাইয়ার গলায় দেশীয় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। আর মেয়েকে হত্যা করা হয়েছে শ্বাসরোধ করে।

বগুড়া সদর থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এস আই) মঞ্জুরুল হক ভূঞা হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত