নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে মাইক্রোবাস, শিশু নিহত

প্রকাশ : ২০ আগস্ট ২০১৮, ১৩:৩০

জাগরণীয়া ডেস্ক

মাদারীপুর জেলার কালকিনি উপজেলার ডাসার থানার কর্ণপাড়া এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে মুদির দোকানে ঢুকে পড়লে ইমা (৭) নামে একটি শিশু নিহত হয়। এ ঘটনায় আহত হয় শিশুসহ ৫ জন।

নিহত ইমা মুদি দোকানি এমারত তালুকদারের মেয়ে কর্নপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির শিক্ষার্থী।

১৯ আগস্ট (রবিবার) বিকেল ৪টায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ডাসার থানা সূত্রে জানা গেছে, ঢাকাগামী একটি মাইক্রোবাস ঢাকা-বরিশাল মহাসড়কের কর্ণপাড়া এলাকায় পৌঁছার পর চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশের মুদিদোকানে ঢুকে পড়ে। এসময় চাপা পড়ে ঘটনাস্থলেই ইমার মৃত্যু হয় এবং আহত হয় ৬ জন।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা মহাসড়কটি প্রায় ত্রিশ মিনিট অবরোধ করে রাখে। 

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ জনতাকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। 

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত