জামিন পেলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১৬ শিক্ষার্থী

প্রকাশ : ১৯ আগস্ট ২০১৮, ১৫:৩৬

জাগরণীয়া ডেস্ক

নিরাপদ সড়ক আন্দোলনের সময় গ্রেপ্তার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১৬ শিক্ষার্থীকে জামিন দিয়েছেন সিএমএম আদালত। 

১৯ আগস্ট (রবিবার) দুপুরে ঢাকা মহানগর হাকিম একেএম মঈনুদ্দিন সিদ্দিকী ১৫ জন এবং ঢাকা মহানগর মুখ্য হাকিম সাইফুজ্জামান হিরো একজন শিক্ষার্থীর জামিন মঞ্জুর করেন।

বাড্ডা থানার মামলায় জামিন পেয়েছেন ৬ জন এবং ভাটারা থানার জামিন পেয়েছেন ১০ জন। আটক ছাত্ররা বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্ট, নর্থ সাউথ, সাউথ ইস্ট ও ব্র্যাকের শিক্ষার্থী।

বাড্ডা ও ভাটারা থানার নিবন্ধন কর্মকর্তা (জিআরও) জামিন বিষয়ে এসব তথ্য জানান।

গত ২৯ জুলাই রাজধানীর কুর্মিটোলায় উড়াল সেতুর ঢালে জাবালে নূর পরিবহনের দুই বাসের রেষারেষিতে শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় হত্যার বিচার ও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২২ শিক্ষার্থীকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত