সিলেটে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
প্রকাশ : ১৮ আগস্ট ২০১৮, ১২:৩১
![](https://bangla.jagoroniya.com/templates/jagoroniya-v1/images/jagoronia.png)
![](/assets/news_photos/2018/08/18/image-16519.jpg)
সিলেটে নগরীর ইলেকট্রিক সাপ্লাই এলাকার কলবাখানিতে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে দুলাল (৩০) নামে এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত দুলাল ঐ এলাকার মায়াবাড়ির বাসিন্দা। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন নির্যাতিত শিশুর বাবা।
১৭ আগস্ট (শুক্রবার) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনাটি ঘটে।
শিশুটির বাবা জানান, নগরীতে পত্রিকা বিক্রি করেন। তিনি সিলেট হকার সমিতির সদস্য। কলবাখানিতে একটি দোকানকোঠা ভাড়া নিয়েছে দুলাল। তবে দোকানে এখনও কোনো মালামাল নেই। শুক্রবার সকালে আমার মেয়ে দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় ডেকে দোকানের ভেতর নিয়ে সাঁটার বন্ধ করে ধর্ষণ করে দুলাল।
তিনি আরও জানান, ধর্ষণের ঘটনায় বিমানবন্দর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
সিলেট হকার সমিতির সাধারণ সম্পাদক শাহ আলম ধর্ষণের এই ঘটনায় অবিলম্বে অভিযুক্ত দুলালকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।
এ বিষয়ে নগরীর বিমানবন্দর থানার ওসি গৌছুল হোসেন বলেন, শিশুটিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তদন্ত করে পুলিশ ব্যবস্থা নেবে।