আজও রাজধানীতে বাস নেই

প্রকাশ : ০৪ আগস্ট ২০১৮, ১৪:১৪

জাগরণীয়া ডেস্ক

রাজধানীর সড়ক আজও ফাঁকা। বাস নেই। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরশেনের (বিআরটিসি) কয়েকটি বাস যাও চলছে, তা প্রয়োজনের তুলনায় অত্যন্ত অপ্রতুল। ফলে দুর্ভোগ সঙ্গী হয়েছে নগরবাসীর। সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয়েছে অফিসগামী মানুষের।

৪ আগস্ট (শনিবার) সকালে রাজধানীর উত্তরা, খিলক্ষেত, বনানী, মহাখালী, ফার্মগেট, শাহবাগ, মতিঝিল, মিরপুর রোড, সাতমসজিদ রোড, কাজী নজরুল ইসলাম এভিনিউ, মানিক মিয়া এভিনিউ, প্রগতি সরণি, অ্যালিফ্যান্ট রোড ঘুরে হাতে গোনা দু’ একটি লক্কর ঝক্কর গাড়ি ছাড়া অন্য কোনো গণপরিবহন চলতে দেখা যায়নি।

অফিসগামী ও বিভিন্ন গন্তব্যগামী শত শত মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছেন বা হাঁটছেন। রাইড শেয়ারিং যান, রিকশা বা অটোরিকশা, বিআরটিসির বাসে বা যেভাবেই হোক, গন্তব্যে যাওয়ার প্রাণপণ চেষ্টা করছেন তারা। রাইট শেয়ারিং পরিবহণ গুলো থাওলেও অতিরিক্ত ভাড়া গুণতে হচ্ছে।

উল্লেখ্য, গত ২৯ জুলাই বিমানবন্দর সড়কের জিল্লুর রহমান ফ্লাইওভারের বাম পাশে বাসের জন্য অপেক্ষা করার সময় জাবালে নূর পরিবহনের দুটি বাসের রেষারেষিতে বাস চাপায় ঘটনাস্থলেই শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী দিয়া আক্তার মিম ও আব্দুল করিমের মৃত্যু হয়। এছাড়া বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। এরপর থেকেই নিরাপদ সড়কসহ ৯ দফা দাবীতে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু স্কুল কলেজের শিক্ষার্থীরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত