মিরপুরে হামলার প্রতিবাদে রাস্তায় অভিভাবকরা

প্রকাশ : ০৩ আগস্ট ২০১৮, ১৪:০৫

জাগরণীয়া ডেস্ক

রাজধানীর মিরপুরে​ নিরাপদ সড়কের আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর একযোগে পুলিশ ও লাঠি হাতে একদল যুবকের সহিংস হামলার ঘটনায় রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন অভিভাবকরা।

৩ আগস্ট (শুক্রবার) সকালে মিরপুর সনি সিনেমা হলের সামনে শতাধিক অভিভাবক মানববন্ধন কর্মসূচি পালন করেন। এসব অভিভাবক মণিপুর উচ্চ বিদ্যালয়ের ৯৫ ব্যাচের। 

মানববন্ধনে অংশ নিয়ে অভিভাবকরা বলেন, গতকাল আমাদের বাচ্চাদের ওপর হামলা হয়েছে। এতে আমরা শঙ্কিত। আর একটি বাচ্চার ওপরে আঘাত এলে আমরা ঘরে বসে থাকবো না। 

অন্য এক অভিভাবক জানান, বাচ্চাদের আন্দোলন যৌক্তিক। তাদের ওপরে হামলা হলে আমরা ঘরে বসে থাকবো না। মুখে দাবি মানার কথা বললে হবে না। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করতে হবে। 

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত