চট্টগ্রামের রাস্তায় হাজারো শিক্ষার্থী

প্রকাশ : ০২ আগস্ট ২০১৮, ১৪:৩২

জাগরণীয়া ডেস্ক

সারা দেশের মতো চট্টগ্রামেও নিরাপদ সড়কের দাবিতে হাজারো শিক্ষার্থী রাস্তায় নেমে বিক্ষোভ করছেন।

২ আগস্ট (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে জিইসি মোড়, গরিবুল্লাহ শাহ মাজার, ওয়াসা এলাকায় হাজারো শিক্ষার্থী মিছিল করে রাস্তায় নেমে আসে। এছাড়া চট্টগ্রাম-কাপ্তাই সড়কের চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে এবং চট্টগ্রাম-কক্সবাজার সড়কের পটিয়ায় কয়েকটি স্থানে নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদের অবস্থান নেয়।

এসময় সিএনজি অটোরিকশা, বাসের লাইসেন্স পরীক্ষা শুরু করে। । বিপুলসংখ্যক পুলিশ ছাত্রদের বুঝিয়ে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করতে দেখা গেছে।   

উল্লেখ্য, গত ২৯ জুলাই বিমানবন্দর সড়কের জিল্লুর রহমান ফ্লাইওভারের বাম পাশে বাসের জন্য অপেক্ষা করার সময় জাবালে নূর পরিবহনের দুটি বাসের রেষারেষিতে বাস চাপায় ঘটনাস্থলেই শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী দিয়া আক্তার মিম ও আব্দুল করিমের মৃত্যু হয়। এছাড়া বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।

গত চার দিন ধরে শিক্ষার্থীরা রাজধানীর সড়ক অবরোধ ও বিক্ষোভ করে আসছে। উদ্ভুত পরিস্থিতিতে রাজধানীসহ সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত