পিকআপের চাকায় পিষ্ট আন্দোলনকারী শিক্ষার্থী আশঙ্কামুক্ত
প্রকাশ : ০১ আগস্ট ২০১৮, ১৬:৫২
জাগরণীয়া ডেস্ক
বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনার প্রতিবাদ জানাতে এসে পিকআপ ভ্যানের চাকায় পিষ্ট আন্দোলনকারী শিক্ষার্থী বেঁচে আছেন!
১ আগস্ট (বুধবার) দনিয়া কলেজের সামনে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে বেপরোয়া এক চালক সামনে থাকা শিক্ষার্থীদের উপর দিয়েই পিকআপভ্যান চালিয়ে দেয়।
জানা যায়, রাজধানীর সাইনবোর্ড এলাকার প্রো-অ্যাকটিভ হাসপাতালে চিকিৎসাধীন ফয়সাল নামের ওই শিক্ষার্থী।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, ছেলেটি আমাদের হাসপাতালে ভর্তি হয়েছে। তার চিকিৎসা চলছে। ফয়সালের পায়ে ফ্র্যাকচার রয়েছে। তবে তার অবস্থা আশঙ্কামুক্ত।
ফয়সাল নারায়ণগঞ্জের তুলারাম কলেজের শিক্ষার্থী। নিরাপদ সড়কের দাবিতে স্কুল-কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দিতেই যে যাত্রাবাড়ী এলাকায় আসে।
0Shares