আন্দোলনকারী শিক্ষার্থীকে চাপা দিয়ে পালিয়ে গেল পিকআপ (ভিডিও)

প্রকাশ : ০১ আগস্ট ২০১৮, ১৬:২৮

জাগরণীয়া ডেস্ক

বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনার প্রতিবাদ জানাতে এসে পিকআপ ভ্যানের চাকায় পিষ্ট হয়েছে আন্দোলনকারী এক শিক্ষার্থী!

১ আগস্ট (বুধবার) দুপুর সাড়ে ১২টার দিকে দনিয়া কলেজের সামনে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে প্রতিবাদ এবং বিভিন্ন যানবাহন আটকে তাদের লাইসেন্স পরীক্ষা করছিল। এ সময় একটি পিকআপকে একই উদ্দেশ্যে আটকানোর চেষ্টা করলে সামনে দাঁড়ানো শিক্ষার্থীদের উপর দিয়েই চালক পিকআপভ্যান চালিয়ে দেয় এবং আন্দোলনকারী ফয়সাল নামের এক ক্ষুদে শিক্ষার্থীর দেহটি পিষে পিকআপভ্যানটি পালিয়ে যায়।

মানবিক বোধ স্তব্ধ করে দেওয়ার এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের কাছে। তা দেখে কেবলই বিস্ময়ে মূঢ় হয়ে যেতে হয়, মানুষ এমন হয়!

উল্লেখ্য, গত রোববার (২৯ জুলাই) রাজধানীর বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহেনের দুই বাসের রেষারেষিতে হত্যার শিকার হয় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী দিয়া আক্তার মীম ও আব্দুল করিম। এরপর থেকেই রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা এই হত্যার বিচার ও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করে আসছে। আজ চতুর্থ দিনের মতো তারা নেমেছে রাস্তায়।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত