মন্ত্রিসভায় উঠছে সড়ক পরিবহন আইন

প্রকাশ : ০১ আগস্ট ২০১৮, ১২:৪৩

জাগরণীয়া ডেস্ক

আগামী সপ্তাহে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রীর নির্দেশে অনুমোদনের লক্ষ্যে সড়ক পরিবহন আইন উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

১ আগস্ট (বুধবার)  সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের এ তথ্য জানিয়েছেন।

এ আইনের বেশকিছু বিষয়ে আপত্তি রয়েছে পরিবহন সংশ্লিষ্টদের। সম্প্রতি বিমানবন্দর সড়কে বাসচাপায় শিক্ষার্থী নিহত হওয়ার পর সড়ক পরিবহন আইন আবারো আলোচনায় আসে। এর আগে বেশ কয়েকদফায় মন্ত্রিসভার বৈঠকে আইনটির খসড়া উপস্থাপন হলেও চূড়ান্ত অনুমোদন হয়নি। 

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত