খিলগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু
প্রকাশ : ৩১ জুলাই ২০১৮, ১৮:১০
রাজধানীর খিলগাঁওয়ে তালতলা সুপার মার্কেট এলাকায় একটি নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফলেসা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
৩১ জুলাই (মঙ্গলবার) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক সকাল সাড়ে ৭টায় মৃত ঘোষণা করেন।
ময়মনসিংহর সদর উপজেলার মীর কান্দাপাড়া গ্রামের হাসেম আলীর স্ত্রী ফলেসা বেগম। স্বামীর সঙ্গে খিলগাঁওয়ের খিদমা হাসপাতালের পাশে থাকতেন।
ফলেসাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হাসান জানান, তালতলা সুপার মার্কেট সি-ব্লকের সিডিএল কন্সটাকশনের একটি ১০ তলা নির্মাণাধীন ভবনে শ্রমিকদের রান্নার কাজ করতেন ফলেসা। ভবনের নিচ তলায় রান্না করার জন্য সবজি কেটে তা ধুয়ার জন্য বিদ্যুতের মোটর চালু করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া তথ্যটি নিশ্চিত করে জানান, ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।